নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ২৯ জুলাই ২০১৯:
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর সারদাগঞ্জ এলাকায় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় এলাকা জুড়ে অবৈধ প্রায় ১ হাজার ৫০০ ফিট পাইপ উত্তলোন করা হয়। এর ফলে ৫ কিলোমিটার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ১ হাজার ২০০ পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বন্ধ হয়।
অবৈধ গ্যাস সংযোগ ব্যাবহারের ফলে ভিবিন্ন বাড়ীর মালিকদের ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২৯ জুলাই) গাজীপুর জেলা প্রশাসক এস.এম.তরিকুল ইসলামের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী জেলা ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান।
এ অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস, চন্দ্রা, ব্যাটালিয়ন আনসার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহয়তা করেন।