নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ২৯ জুলাই ২০১৯:
নরসিংদীতে জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে সোমবার (২৯ জুলাই) সকালে সার্কিট হাউজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আউয়াল এর সভাপতিত্বে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন। এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে সরকারের যাকাত ফান্ডের অর্থ দিয়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, দরিদ্রদের সেলাই মেশিন ও অসুস্থ্যদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এসময় ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।