সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ২৯ জুলাই ২০১৯:
নরসিংদীর পলাশে গরু মোটাতাজাকরণের মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে এক পোল্ট্রি ব্যবসায়ীকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরে পলাশ উপজেলার পন্ডিত পাড়ার নাহার ট্রেডার্সে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা আলী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় পন্ডিত পাড়ার অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ফারহানা আলী জানান, আসন্ন ঈদুল আযাহাকে সামনে রেখে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী গরু মোটাতাজাকরণের উদ্দেশ্যে পোল্ট্রির দোকান গুলোতে ওষুধ বিক্রি করে আসছে। আজ পলাশের পন্ডিত পাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর নাহার ট্রেডার্স থেকে গরু মোটাতাজাকরণের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে এ ব্যবসায়ীক ভোক্তা অধিকার আইনে মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রি করার উদ্দেশ্যে রাখার দায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।এবং পোল্ট্রি দোকানের সামনেই জব্দকৃত ওষুধ নষ্ট করা হয়েছে। তিনি আরো জানান, পলাশ উপজেলার অন্যান্য স্থানেও অভিযান অব্যাহত থাকবে।