নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ২৯ জুলাই ২০১৯: নরসিংদীর মাধবদীতে শীর্ষ সন্ত্রাসী রাজন (৩২) কে আটক করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সকাল ১১ টায় মাধবদীর ভগীরথপুর থেকে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ১২টি মামলা এবং ৪টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের আঃ গাফফার পিপিএম(বার) বলেন, তাকে আটক করার জন্য দীর্ঘদিন বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। পরে তাকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদীর ভগীরথপুর দারুল উলুম মাদ্রাসার সামনে থেকে আটক করা হয়।