শরীফ ইকবাল রাসেল | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ২৯ জুলাই ২০১৯:
“নরসিংদীতে অবাধে কাটা হচ্ছে টিলা, বিনষ্ট হচ্ছে পরিবেশ” এমন শিরোনামে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। এরই প্রেক্ষিতে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবীর। রোববার (২৮ জুলাই) বিকেলে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বিলসরন গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় টিলা কাটার ব্যবহৃত মেশিন ও মাটি ভর্তি ট্রাকসহ বোরহান উদ্দিন ও আবু তৈয়ব নামে ২ ব্যক্তিকে আটক করা হয়। আটকৃত দুই ব্যক্তিকে পরিবেশ সংরক্ষন আইনে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জড়িমানা আদায় করা হয়।
উল্লখ্য: নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের টেকপাড়া, জয়নগর ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের অন্ধকারে নির্বিচারে টিলা কেটে পরিবেশ ধ্বংশ করছে।