মোমেন খান | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ২৯ জুলাই ২০১৯:
নরসিংদীর শিবপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রজত জয়ন্তী পালন করেছে শিবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রজত জয়ন্তী উপলক্ষে শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কেক কেটে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
শিবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক আ ফ ম মাহাবুব হাসান মাহাবুব। নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এড: খোরশেদ আলম, নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাসিবুল আলম বুলু, সাধারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছিহুল গনি স্বপন, শিবপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপুণ খান, শিবপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, শিবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশাররফ হোসেন ভূইয়া সহ শিবপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।