লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন-
বুধবার ৩১ জুলাই ২০১৯:
নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি মোহনের বিরুদ্ধে টিঅারের এক কোটি চার লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ করলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান।
আজ বুধবার শিবপুর কলেজ গেইট গোলচত্বরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গুজব ও অপপ্রচার এর বিরুদ্ধে জনসচেতনতার লক্ষ্যে এক সমাবেশে এ অভিযোগ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান।
সভায় সরকারের বিরুদ্ধে গুজব ও অপপ্রচারের রোধে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে আওয়ামিলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করার জন্য আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, মহসিন নাজির, এডভোকেট খোরশেদ আলম, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সহ-সভাপতি সামসুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক তাপসী রাবেয়া, সাধারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছিহুল গনি স্বপন, পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার এলিছ আহমেদ, যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহামেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমির হোসেন, বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপুণ খান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার, সাধারণ সম্পাদক শাহীন মিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশাররফ হোসেন ভূইয়া, যুগ্নআহবায়ক রিফাত রাখিল ভুইয়া সহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।