খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
বুধবার,৩১ জুলাই ২০১৯: নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (২৮) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।
পরে জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করলে বুধবার (৩১ জুলাই) বিকালে তাকে জেল হাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালত।
পুলিশ জানায়, গত সোমবার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের রহিমদী গ্রামে এ ঘটনা ঘটে। পরে ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে তার মা শাহিদা বেগম বাদী হয়ে মঙ্গলবার (৩০ জুলাই) মাধবদী থানায় একটি মামলা রুজু করেন। ওই কিশোরী একই এলাকার দরিদ্র পরিবারের মৃত পনির এর কণ্যা। অভিযোগের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবদী থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান ও মীর কায়েস ধর্ষক আব্দুল্লাহ আল মামুনকে তার গ্রামের বাড়ী নারায়ণগঞ্জের রূপসী এলাকার তালতলা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষক ওই এলাকার ফজলুল হকের ছেলে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা স্বীকার করে নরসিংদী প্রতিদিনকে বলেন, কিশোরীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছে আব্দুল্লাহ আল মামুন। পরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।