লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন-
রবিবার ৪ আগস্ট ২০১৯:
নরসিংদীর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২শত ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
আজ রবিবার দিবাগত রাতে পৌর শহরের বানিয়াছল এলাকায় অভিযান চালিয়ে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীরা হলো, বানিয়াছল এলাকার সুনীল চন্দ্র দাসের ছেলে সুখেন চন্দ্র দাস (৩৪), ও মোঃ হানিফ এর ছেলে আজিজুল হক মামুন(৪০)। আসামীদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার পিপিএম জানান, আসামীরা দীর্ঘ দিন ধরে নরসিংদীর বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। গোপন সংবাদ পেয়ে
আমি ও উপ-পরিদর্শক আব্দুলাহ আল মামুন এবং সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের বানিয়াছল এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে ২শত ৬ পিস ইয়াবাসহ সুখেন ও আজিজুল হক মামুন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। আসামীদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।