স্টাফ রিপোর্টার। নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ৬ আগস্ট ২০১৯:
নরসিংদীতে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে র্যালী করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ। (৫ আগস্ট) সোমবার বিকেলে ভারপ্রাপ্ত সভাপতি হাসিবুল আলম মিন্টুর নেতৃতে নরসিংদী পৌরসভা প্রাঙ্গন হতে র্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কা প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে ছাত্রলীগ নেতৃবৃন্দ সদর হাসপাতাল এ ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেন। এসময় র্যালীতে নরসিংদী জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুল আলম মিন্টু জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ এর নিদের্শিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রলীগ র্যালী করেছে ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের খোঁজ খবর নিচ্ছি। নরসিংদী জেলা ছাত্রলীগ মানব সেবায় উদ্বুদ্ধ হয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচার প্রচারণা, পরিষ্কার-পরিচ্ছনতা ও মশার ওষুধ স্প্রে করে ডেঙ্গু জ্বর প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছি। ছাত্রলীগ দেশের মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে, ভবিষৎতেও যে কোন দুর্যোগে দুভোর্গে আমরা আমাদের সব শক্তি নিয়ে মাঠে থাকার প্রত্যাশা রাখি।