নিজস্ব প্রতিনিধি | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার, ৬ আগস্ট ২০১৯: দেশে চলমান ডেঙ্গু সমস্যা প্রতিরোধ কল্পে ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে ‘Fight Today,Live Tomorrow’এ স্লোগানকে সামেন রেখে লিফলেট বিতরণ করে বেড়াচ্ছে ছাত্রলীগ কর্মীরা। মঙ্গলবার (০৬ আগস্ট) দুপরে নরসিংদীতে মাধবদী শহর ছাত্রলীগের সভাপতি আলী আহমেদ ও সাধারণ সম্পাদক এস,এম হাফিজুর রহমান সৈকত এর নেতৃত্বে শহরের বিভিন্ন অলিগলি ও বাসাবাড়ীতে ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিরতণ করা হয়।
এ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, মাধবদী শহর ছাত্র লীগের সহ-সভাপতি মহিউদ্দিন ও আনাছ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান শাওন প্রমূখ। লিফলেটে ডেঙ্গু চেনার উপায়, ডেঙ্গু রোগ প্রতিরোধের উপায় ও করনীয় বিষয়ে বিভিন্ন লেখা রয়েছে। এসময় ছাত্রলীগ কর্মীরা পথচারীদের সাথে কথা বলে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার জন্য আহবান জানান।