স্টাফ রিপোর্টার। নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ৬ আগস্ট ২০১৯:
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগ। আজ মঙ্গলবার বিকেলে কলেজ মিলনায়তনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ শিবলী, সঞ্চালনা করেন সাধারন সম্পাদক রাব্বির হোসেন অতুল। প্রস্তুতি সভায় নরসিংদী সরকারী কলেজের ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিল। সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও গনভোজের আয়োজন করা হবে। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচার এর দাবীতে কালো পতাকা প্রদর্শন করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম মিতু, সদর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ শামীম, সাংগঠনিক সম্পাদক দিপন মোল্লা অপু প্রমুখ।