সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন-
বুধবার, ৭ আগস্ট ২০১৯:
“নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি ” এ প্রতিপাদ্য সামনে রেখে নরসিংদীর পলাশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপজেলা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে (৭ আগস্ট) “ক্রাশ প্রোগ্রাম” এর অংশ হিসেবে এ অভিযান শুভ উদ্বোধন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ আরিফুর রহমান, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম শফি, সাধারণ সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক সারোয়ার রুবেল প্রমুখ। পরে এক র্যালী শেষে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
উল্লেখ্য, নরসিংদী জেলা জুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে এ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হয়েছে।
এদিকে উপজেলার সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।