মোমেন খান | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার, ৮ই আগস্ট, ২০১৯: নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষের আয়োজনে উপজেলা মিলনায়তনে বৃহস্পতিবার (৮ই আগস্ট) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.হুমায়ূন কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা পরিষের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহরাব হোসেন ভূইয়া, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসিনা রহমান। আলোচনা সভা শেষে ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে সুপেয় পানির ফিল্টার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান।