লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন –
শুক্রবার ৯ আগস্ট ২০১৯:
নরসিংদী রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৮ আগস্ট দুপুরে যাত্রী সাধারণের সুবিধার্থে এবং ঈদ এ ঘরমুখো মানুষের টিকেট প্রাপ্তি সহজ ও হয়রানি মুক্ত করার জন্য এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নরসিংদী সদর ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহ আলম মিয়া এবং জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ্রুখ খান।
এ সময় যাত্রী সাধারণের সুবিধার্থে এবং ঈদে ঘরমুখো মানুষের টিকেট প্রাপ্তি সহজ ও হয়রানি মুক্ত করার জন্য সার্বিক পরিস্থিতি পরিদর্শন করা হয়। স্টেশনেরর প্লাটফর্ম এর অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয় এবং প্লাটফর্ম এ অবস্থিত লীজী দোকানিদের তাদের নির্ধারিত সীমার মধ্যে দোকান রাখার নির্দেশনা দেওয়া হয়।
অবৈধ দখলমুক্ত, মাদকমুক্ত, টিকেট কালোবাজারি মুক্ত ও যথাযথ যাত্রী অধিকার নিশ্চিত করে একটি আদর্শ রেলওয়ে স্টেশন গড়ে তোলার জন্য জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।