মোমেন খান | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ১০ই আগস্ট, ২০১৯:
নরসিংদীর শিবপুরে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছে রিপন (১৭) নামের এক কিশোর। শুক্রবার (৯ আগস্ট) বাঘাব ইউনিয়নের পাচপাইকা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে জানান পুলিশ। নিহত রিপন বাহেরদিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্বজনদের অভিযোগ, রাত ৯ টার দিকে পুর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে রিপনকে হত্যা করে পালিয়ে যায়। এসময় এলাকার লোকজন রিপনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঘটানার সত্যতা নিশ্চিত করে ওসি(তদন্ত) মমিনুল ইসলাম নরসিংদী প্রতিদিনকে বলেন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে, হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।