নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ১১ই আগস্ট, ২০১৯:
দৈনিক খোলা কাগজ পাঠক ফোরাম’এগারজন’ এর মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি আহমাদুর রহমান সোহাগ এর জন্মদিনে পথশিশুদের পোষাক উপহার দেয়া হয়। রবিবার (১১ আগস্ট) বিকালে এগারজনের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে এ পোষাক বিতরণ করা হয়। ঈদে পথশিশুরা নতুন পোষাক পেয়ে আনন্দিত বলে জানান কলেজ শাখা কমিটির ‘এগারজন’র সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন সাদ্দাম। তিনি আরো জানান শোকের মাস আগস্ট তাই সভাপতি সোহাগের নির্দেশে কোন আনন্দ উল্লাস বা কেক না কেটে পথশিশুদের মাঝে পোষাক বিতরণ করতে পেরে আমরাও আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন মাধবদী কলেজ শাখা এগারজন এর সমন্বয়ক ও দৈনিক খোলা কাগজের নরসিংদী জেলা প্রতিনিধি খন্দকার শাহিন, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মামুন জন,যুগ্ম-আহ্বায়ক শরিফ হোসেন অপু,এগারজন কমিটির,সহ-সভাপতি কাউছার আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জামিল আহমেদ,অর্থবিষয়ক সম্পাদক রনি সরকার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক অভি,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদ হাছান, কার্যনির্বাহী সদস্য ইয়ানুর, ইলিয়াছ, মাসুম, ইমন, সাকিব, আহমেদ শরিফ প্রমূখ।