মোমেন খান | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ১২ই আগস্ট, ২০১৯: নরসিংদীর শিবপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (১২ আগষ্ট) সকাল ৭ টায় ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার খলাপাড়া এলাকায় পাহাড়িয়া নদীর ব্রিজের ওপর থেকে আনুমানিক ৬০ বছরের অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
সকালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, খবর পেয়ে শিবপুর মডেল থানার এস আই মিজানুর রহমান ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। তিনি জানান প্রাথমিক ভাবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় লোকটি মারা যায়।
সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।