খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
বুধবার ১৪ আগস্ট ২০১৯:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে নরসিংদী জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে বুধবার সন্ধা সাড়ে সাতটায় আনুষ্ঠানিক ভাবে মোমবাতি প্রজ্জ্বলন ও কালো ব্যাচ ধারণ করে বঙ্গবন্ধুর পরিবারকে স্মরণ করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি থেকে মোমবাতি প্রজ্জ্বলন উদ্বোধন করেন।
মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশনেন নরসিংদীর পুলিশ প্রলয় কুমার জোয়ারদার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান সহ, জেলা মুক্তিযুদ্ধা সংসদ, জেলা আনসার ও বিডিভি, জেলা শিশু একাডেমী, জেলা শিল্পকলা একাডেমী, বিয়াম জিলা স্কুল, বাঁধনহারা থিয়েটার স্কুলসহ জেলা পর্যায়ের সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, সহ জেলার সরকারী-বেসরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে বাঁধনহারা থিয়েটারের একটি নাকট উপভোগ করেন।