নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
রবিবার,১৮ আগস্ট ২০১৯:
কুমিল্লার লালমাই উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
রবিবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বাগমারার গামতলি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই দিকে যাওয়া একটি মাইক্রোবাসকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ যাত্রী নিহত হন। অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আমল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের লাকসাম ফাঁড়িতে রাখা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর সাময়িকভাবে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ প্রতিবেদন লিখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশাটির উদ্ধারকাজ চালাচ্ছেন।