নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার,১৯ আগস্ট ২০১৯: নরসিংদীর শিবপুরে পুকুরে দেয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহমান (৪৫) পার্শবর্তী মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার হোসেন আলীর ছেলে এবং দুলালপুর গ্রামের বর্তমান বাসিন্দা। সোমাবার ভোরে একটি পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয় আব্দুর রহমান। পরে তাকে উদ্ধার করে নরসিংদীর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী তার সহকর্মী আমির হোসেন নরসিংদী প্রতিদিনকে জানায়, রবিবার দিবাগত রাতে ইটাখোলা সংলগ্ন একটি মাছের খামারে চুক্তি ভিত্তিক চৌদ্দ জন শ্রমিক মাছ ধরতে পুকুরে নামে। জালদিয়ে মাছ ধরার সময় পুকুরের মাঝে পুতে রাখা বিদ্যুতের সার্ভিস তারের সাথে নৌকাতে থাকা আব্দুর রহমান স্পৃষ্টে গুরুত্বর আহত হয়। শ্রমিকের ডাক চিৎকারে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের ডাক্তার আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, নিহত আব্দুর রহমান নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুরের দত্তপাড়ায় তার শ্বশু বাড়িতে বসবাস করে আসছেন। ঘটনার দিন রাতে সাবেক এমপি সিরাজ মোল্লার একটি পুকুরে মাছ ধরতে যায় সে। নিহত আ: রহমানের দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক মামুন জানান, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।