নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন- বুধবার,২১ আগস্ট ২০১৯:
২০০৪ সালে ঢাকায় শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় আইভী রহমানসহ নিহতদের স্বরণে দোয়া মাহফিল করেছে নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নরসিংদী কমান্ড কাউন্সিলের উদ্যোগে বুধবার(২১ আগস্ট) সকালে জেলা সার্কিট হাউজে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর সূর্য কান্ত দাস ও মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন দাসসহ আরো অনেকে।
আলোচনা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযুদ্ধাগণ উপস্থিত ছিলেন।