নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার,২২ আগস্ট ২০১৯:
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানাতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকাল ১০ টায় কাশিমপুর থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোনাবাড়ী কাশিমপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ সোহরাব হুসাইন। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী মোঃ আতাউর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ওপেন হাউজ ডে একটি নিত্য নতুন প্রোগ্রাম এটি প্রতি মাসে হওয়ার কথা। কিন্তু বিভিন্ন কারণ বসত আমরা এটি করতে পারিনা। পরবর্তী সময়ে যদি আপনারা সাড়াদেন তাহলে প্রতিমাসে আমরা এ প্রোগ্রামটা করবো। এসময় তিনি আরো বলেন, এই শোকাহবহ মাসে আমরা আনন্দ কিছু করতে চাইনা। শোকাহবহ মাসে মানুষের মাঝে আইনের শাসন পৌছে দেওয়ার জন্যই আজকে এই ওপেন হাউজ ডে আয়োজন করেছি।
এসময় ওসি আকবর আলী খান তার বক্তব্যে বলেন, ‘পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।