শেখ মানিকন | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,২৩ আগস্ট ২০১৯: নরসিংদীর শিবপুরে বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার(২৩ আগস্ট) শ্রী কৃষ্ণের শুভ জন্মাদিন উপলক্ষে বানিয়াদী মন্দিরে শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীযুবলীগে প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শিবপুর উপজেলা পরিষদের চেয়াম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বাবু বিজয় কৃষ্ণগৌস্বামী প্রমুখ। অপরদিকে শিবপুর উপজেলা হিন্দু মহাজোট এর উদ্যোগে শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয় এবং পৃথক ভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শিবপুর উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।