সফুরউদ্দিন প্রভাত | নরসিংদী প্রতিদিন-
রবিবার,২৫ আগস্ট ২০১৯:
সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ তার কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। উন্নয়ন ও অগ্রগতিতে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁর হাত থেকে যদি অন্য কারও হাতে যায়, তাহলে দেশ আবার গ্রেনেড হামলা, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা শুরু হবে। দেশে খুন খারাবি বাড়বে ও দেশ পথ হারাবে।
রোববার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে উপজেলা স্বেচ্চাসেবকলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে সাংসদ এসব কথা বলেন।
আলহাজ নজরুল ইসলাম বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বার বার আক্রমণ চালানো হয়েছিল, চক্রান্তকারীরা সফল হয়নি। ষড়যন্ত্র শেষ হয়নি। এখনও চলছে। বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান পাকিস্তানী ভাবধারায় দেশ পরিচালনা করেছিলেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের প্রশ্রয় দিয়েছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা হাওয়া ভবন থেকেই করা হয়েছিল।
সাংসদ জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার ঘোষিত রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ এর আওতায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের জন্য তিনি স্চ্ছোসেবক লীগ নেতাকমীসহ সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।