নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন- সোমবার , ২৬ আগস্ট ২০১৯:
শিল্প মন্ত্রনালয় নিয়ন্ত্রিত বিসিআইসির প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানা প্রতিনিধি দল সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় সারকারখানার প্রতিনিধি দল জেলা প্রশাসককে অবহিত করেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে দুটি সাকারখানাকে একত্রিত করে বৃহধাকার কারখানায় উন্নিত হওয়ার কাজ শুরু করেছে। এই কারখানার সার সারাদেশে সরবরাহের জন্য কারখানা থেকে পলাশ বাসস্ট্যান্ড হয়ে ঘোড়াশাল পর্যন্ত পুরাতন রেল লাইন পুন:সংষ্কার ও আশপাশে ঘরবাড়ি থাকায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরন দেয়া হবে।
এসময উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি জোসে জুয়ান জারিলা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, বিশ্ব ব্যাংকের পরিবেশ বিষয়ক গবেষক বাংলাদেশের প্রতিনিধি জুবায়ের বিন মোস্তাফা, ঘোড়াশাল-পলাশ সারকারখানার প্রকল্প পরিচালক মো: রাজিউর রহমান মল্লিক, জেনারেল ম্যানেজার (অপারেন) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মিয়া ও জেনারেল ম্যানেজার (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল ইসলাম।