নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন- মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯:
মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ট্রলার মালিক ও ৫ জন শ্রমিকসহ দুটি ট্রলার আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় ঘিওর উপজেলার ধানহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন, ঘিওর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী অটককৃতদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এদিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ অনুযায়ী, ২৩ সেন্টিমিটারের ছোট পোনা মাছ ধরায় ৫ (১) ধারায় এক জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।