রকমারি ডেস্ক | নরসিংদী প্রতিদিন- মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯:
ড্রোন দিয়ে নিয়ন্ত্রণ করা ডেঙ্গু। শুনতে অবাক লাগলেও এমন অভিনব কাজটিই করবে ওপার বাংলার রাজধানী কলকাতা। বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতা পৌরসংস্থার ডেপুটি মেয়র অতীন ঘোষ। আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণে ড্রোন ওড়াবে কলকাতা। তবে এবারই প্রথম নয়, গত বছরের দূর্গাপূজার সময়ও এমন কাজ করেছিল কলকাতা পৌরসংস্থা।
গত বছর উত্তর কলকাতায় একটি ও আর অন্য একটি দক্ষিণ কলকাতায় ওড়ানো হয়েছিল। গতবারের মেতো এবারও পূজার চারদিন ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
কলকাতায় এমন অনেক এলাকা আছে যেখানে পৌরকর্মীরা পৌঁছাতে পারেন না। সেখানে মশা মারা ওষুধ ছিটাতে ড্রোনের সাহায্য নেয়া হয়। শুথু তাই নয়, ড্রোনের মাধ্যমে ছবি তুলে সম্ভাবনাময় এলাকাগুলোকেও চিহ্নিত করা হয়।