শরীফ ইকবাল রাসেল | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯:
“নিউরো ডেভেলপমেন্ট ডিসএ্যাবলিটিস” প্রতিবন্ধীতা ও বিশেষ শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, ক্রীড়া ও সাংস্কৃতিক, সামাজিক সচেতনতা ও পুনর্বাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিন্যব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় নরসিংদী এই প্রশিক্ষনের আয়োজন করে। মঙ্গলবার দিনব্যাপী এই প্রশিক্ষনের উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
সুইড নরসিংদীর সহ সভাপতি ডা: আবু কাউছার সুমনের সভাপতিত্বে এসময় আলোচনা সুইড বাংলাদেশ এর মহাসচিব ডা: অজান্তা সাহা, সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল হক, সমাজ সেবা কর্মকর্তা নঈম জাহাঙ্গীর, প্রতিবন্ধী সেবা কেন্দ্রের ডা: আশরাফুল আলম ও সুইড স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সরকার। প্রশক্ষিনের বিভিন্ন স্কুল কলেজসহ প্রায় শতাধিক প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।