সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন- মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলা গ্রামের নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির ভিমরুলের কামড়ে মৃত্যু হয়েছে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। গতকাল সোমবার দিবাগত রাতে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলামের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, গতকাল সোমবার সকালে বাড়ির পাশে একটি তাল গাছের পাতা কাটতে যান নুরুল ইসলাম। এসময় ভিমরুলের কামড়ের শিকার হন তিনি। পরে তাকে উদ্বার করে সোমবার সকাল ৮টার দিকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশীদ নরসিংদী প্রতিদিনকে জানান, নুরুল ইসলামের সাথে পরিবারের কোন লোক ছিলনা। অপরিচিত একজন লোক হাসপাতালে নিয়ে আসে। তার মাথা ও মুখে ভিমরুলের একাধিক কামড়ের চিহ্ন ছিল। কামড়ের কারনে মুখ রক্তাক্ত হয়ে যায়। এতে তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে পরামর্শ দেওয়া হয়। মঙ্গলবার রাত ২টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। আমরা তাকে বাঁচানোর জন্য সাধ্যমতো চেষ্টা করেছি।