জাহিদ হাসান সরকার | নরসিংদী প্রতিদিন-
২৮ আগস্ট বুধবার ২০১৯:
নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের মাসিক ক্রুমিটিং ও ঈদ পুর্নমিলনী ২৮ আগষ্ট (বুধাবার) অনুষ্ঠিত হয়। রোভারদের কার্যক্রমের একটি বিশেষ অংশ হলো ক্রু মিটিং। প্রতিমাসে রোভাররা মুক্তাঙ্গনে একত্রিত হয়ে তাদের রোভারিং কার্যক্রমে গতিশীলতা আনতে কাজ করে।
ঈদের ছুটি কাটিয়ে বুধবার ক্রু মিটিং এর মাধ্যমে কলেজ ক্যাম্পাসে ঈদ পুর্নমিলনী আয়োজন করে নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। এসময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক জনাব আবুল খায়ের সরকার ও যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন খান লাভলু।
রোভার গ্রুপের সদস্য অর্পণ চৌধুরী নরসিংদী প্রতিদিনকে বলেন “নরসিংদীতে ইতিমধ্যে ডেঙ্গু সচেতনতা সহ বিভিন্ন সেবা মূলক সামাজিক কাজ করে সকল মহলে প্রশংসিত হয়েছে নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। সামনে নরসিংদীতে আরও সেবা মুলক কাজ চালিয়ে যাবো আমরা। ক্রু মিটিং এর মাধ্যমে এই সেবার মন্ত্রে দিক্ষিত করা হচ্ছে রোভারদের”।