সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন-
২৮ আগস্ট বুধবার ২০১৯:
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বরাব এবং বড়ি বাড়ির মাঝখানের রেললাইনের পাশ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(২৮ আগস্ট) সকালে ঝুলন্ত মরদেহটি স্থানীয়রা রেললাইনের পাশের একটি গাছে দেখতে পান।
স্থানীয়রা জানান,সনাতন ধর্মের নিহত এ যুবকের নাম জয়। তিনি বরাব নারায়ণ দাসের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাদের সংসারে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সেখানে থেকে মাছের ব্যবসা করতেন তিনি। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
নরসিংদী জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই ফিরোজ আহমেদ নরসিংদী প্রতিদিনকে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এদিকে পলাশ থানার এসআই আব্দুল হামিদ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান।