সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন- ২৮ আগস্ট বুধবার ২০১৯:
স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালা নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ আগস্ট) বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় ও পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক। এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা,নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী, ব্যবসায়ী, নারী উদ্যোক্তাসহ আরও অনেকে অংশ নেন।