নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০১৯: সাপ্তাহিক নরসিংদীর তথ্য পত্রিকার শিবপুর প্রতিনিধি এবং সাপ্তাহিক নরসিংদীর সংবাদ ও সমকাল নিউজ ২৪.কম এর স্টাফ রিপোর্টার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নরসিংদী জেলা শাখার প্রচার সম্পাদক স্বপন খানের উপড় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নরসিংদী জেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিএমএসএফ নরসিংদী জেলা শাখার সভাপতি মোশারফ হোসেন নীলু’র সভাপতিত্বে মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন।
সত্য সংবাদ প্রকাশের কারনে সাংবাদিক স্বপন খানের উপড় সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করে বক্তব্য রাখেন, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এটিএম মোস্তফা বাবর,নরসিংদীর তথ্য পত্রিকার বার্তা সম্পাদক মাইনউদ্দিন সরকার,শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সাংবাদিক ফাহিমা খানম,রুমা আক্তার,খায়রুল,আরিফুল বিএমএসএফ নরসিংদী শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।