মোমেন খান | নরসিংদী প্রতিদিন- ২৯ আগস্ট বৃস্পতিবার ২০১৯:
নরসিংদী জেলা কৃষক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগষ্ট বৃহস্পতিবার বিকালে নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্যালয়ে শোক সভায় জেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটি সদস্য, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ নূর উদ্দিন মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন।
সভা সঞ্চালনা করেন নরসিংদী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এড: আলহাজ্ব নজরুল ইসলাম রিপন।
এছাড়াও সভায় নরসিংদী জেলা ও বিভিন্ন উপজেলা কৃষক লীগের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।