নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শনিবার,৩১ আগস্ট ২০১৯:
আড়াইহাজারে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ইমতিয়াজ আহম্মেদ অপু (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার(৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডেঙ্গুতে আড়াইহাজারে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। অপু উপজেলা সাতগ্রাম ইউনিয়নের মাতাইন গ্রামের সেকান্দর মিয়ার ছেলে। তিনি নরসিংদী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
নিহততের পরিবারের বরাত দিয়ে সাতগ্রাম ইউপি চেয়ারম্যান অদুদ মাহমুদ জানান, অপু গ্রামের বাড়ি মাতাইনে তিন দিন আগে জ্বরে আক্রান্ত হয়। তার পরিবারের লোকজন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরীক্ষা করে জানতে পারে সে ডেঙ্গুতে আক্রান্ত। তাকে ওই দিন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। শুক্রবার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।