শরীফ ইকবাল রাসেল | নরসিংদী প্রতিদিন-
শনিবার,৩১ আগস্ট ২০১৯:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে দোয়া মাহফিল করেছে ডিপ্লোমা কৃষিবিধ ইনস্টিটিউট নরসিংদী শাখা। শনিবার(৩১ আগস্ট) দুপুরে নরসিংদী সদর উপজেলা হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কাশেম, মহাসচিব আবুল বাসারসহ আরো অনেকে।
নরসিংদী শাখার সভাপতি বিকচান মৃধার সভাপতিত্বে সাধারন সম্পাদক মোশারফ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় স্থানীয় সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন ভূইয়াসহ কৃষিবিধ ইনস্টিটিউট নরসিংদী শাখার অন্যান্য নেতাকর্মীরা। এসময় আলোচনা শেষে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত।