সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯: নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদের আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিংসহ অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই এর সভাপতিত্বে ইউপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, বিশেষ অতিথি পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন।
আরও বক্তব্য রাখেন, ঘোড়াশাল পুলিশ ফাড়ির ইনচার্জ জহির আলম, ডাংগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান বিটাক, ডাংগা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি শফিকুল আলম বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেদ আহমেদ বলেন, জনগনের সুখ দুঃখ ভাগাবাগি করতে পুলিশই আসবে জনগনের কাছে তিন মাস অন্তর অন্তর সাধারন মানুষের বন্ধু হয়ে। আপনাদের অভিযোগ ও সু-পরার্মশ প্রকাশ্যে অথবা ফোনে আমাদের জানাতে পারেন, যা গোপন রাখার নিশ্চয়তা দিচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন ডাংগা ইউপি’র সচিব মোঃ মানিক মিয়া, বাদল মেম্বার, নয়ন মেম্বার, ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন মাস্টার, ডাংগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাকলাইনসহ ইমাম, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।