লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ২০১৯:
স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিছ মাহমুদ, যুগ্ম-সচিব আবি আবদুল্লাহ, নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।
সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শাহআলম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মাহাবুব উল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তানবীর মোহাম্মদ আজীম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য্যকান্ত দাস ও নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা।
এসময় জেলা প্রশাসনের আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। শপথকালে তারা নিজেরা কখনও দুর্নীতি করবেনা বলে অঙ্গীকার করেন। বলেন, জনগণ আমাদের মালিক। জনগণের সর্বোচ্চ সেবা দিতে তারা বদ্ধপরিকর।