সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯:
নরসিংদীতে প্রতিবন্ধী নারী ও শিশুসহ সকল নারী ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্পন্দন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শিলমান্দী ইউপি’র সাবেক মহিলা সদস্য রোকেয়া বেগম, মানুষের জন্য ফাউন্ডেশন এর নির্বাহী অফিসার লাকি, আলোর সন্ধানী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বরাব পলাশ উপজেলা) এর সভাপতি সজিব পাল, সাধারণ সম্পাদক দিপন সেন ও পাপড়ি উন্নয়ন সংস্থার কর্মকর্তাসহ অন্যান্যরা।
অনুষ্ঠিত এ সমাবেশ থেকে বক্তারা বলেন, ধর্ষণ বর্তমানে এক মহামারী অাকার ধারণ করছে। যেখানে বাদ যাচ্ছে না প্রতিবন্ধী নারী ও শিশুরাও। এখান থেকে পরিত্রাণ পেতে হলে প্রয়োজন অাইনের সঠিক প্রয়োগ, নৈতিক অবক্ষয় রোধ, ধর্মীয় মূল্যবোধের দিকে দৃষ্টি নিক্ষেপ এবং সর্বোপরি জনসচেতনতা বাড়ানো।