মোমেন খান | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯: শিবপুর উপজেলায় পুটিয়া ইউনিয়নের তেলীয়া পশ্চিম পাড়া গ্রামে রাত ৩ ঘটিকায় চোর সন্দেহে এলাকায় লোকজন গণপিটুনিতে জাকির হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছে। নিহত জাকির হোসেন একই এলাকার আবুল হাসেম এর ছেলে।
খবর পেয়ে শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এস আই রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন। গণপিটুনির সাথে জড়িত সন্দেহে এলাকার লোকজন তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতরা হলেন আমির হোসেন(৫৫), তার ছেলে তুহিন(২৫) ও নাজমুল হোসেন(৩০)। এব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।