সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন-
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯: নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজী, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম।
এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দলীয় নৃত্য- জারিগান, জ্ঞান জিজ্ঞাসা ও উপস্থিত বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিগণ।