কেউ কথা দিয়ে রাখেনি
কত বিশ্বাস ছিল,
মনের মাঝে তুমি কথা রাখবে
কিন্তু রাখনি কখনো।
আমি যদি সত্য না হই
তুমি সত্য ছিলে কবে,
আমি যদি প্রেমিক না হই
তুমি কিভাবে প্রেমিকা হলে?
লজ্জাবতি কেনরে তুই লজ্জার মাথা খাস
অকারনে ভুলোমনে
ভালবাসতে যাস।
কিসের আশায় ওরে অভাগা
পড়ে রইলি বনে
পর কখনো হয়না আপন
পরেনা তোর মনে?।
আসলে কেউ কথা দিয়ে রাখেনি মনে
সন্ধ্যাকালে যখন পড়ে মনে,
চোখেরজল ভাসে কোপল বেয়ে
নীল আকাশের নীচে দাঁড়াই যখন
বৃষ্টিতে ভেজার ছলে,
আমার কষ্ট দুঃখ ধুয়ে যায়
শ্রাবণের বৃষ্টির জলে।
চোখের কোণে জমে থাকে
গোপন অভিমান
বুকের ভিতর বাজে শুধু
চৈত্র মাসের গান॥
কবি : হোসনে আরা রিতা | নরসিংদী প্রতিদিন – ৬ সেপ্টেম্বর শুক্রবার ২০১৯ :