1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, ০১:২৬ পূর্বাহ্ন

শুধু তুমি চাওনা বলে : কানিজ জহুরা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

কোন কোন সকাল আসে ব্যস্ততা নিয়ে,
কোন কোন বিকেল আসে বেদনা বিধুর হয়ে।
হয়তো এমন কোন সকাল, এমন কোন বিকেল
মাঝে মাঝে তোমার বুকে এসেও
বেদনার নীল ঢেলে দেয়।
শুধু তুমিই হয়তো দেখতে চাও না বলে,
গৌধুলি ছুঁয়ে আমাদের আর একসাথে
সন্ধ্যে তাঁরা দেখা হয় না।

স্বপ্নের সোনালী প্রান্তর ছেয়ে আছে
একরাশ গগনবিদারী হাহাকার।
হাজার চেষ্টার পরও তোমার সীমানায়
পৌঁছাতে পারেনি আমার হৃদয় খন্ড ভালোবাসা।
অপেক্ষারা ক্লান্ত হতে হতে ইচ্ছা মৃত্যুবরণ করেছে,
শুধু তুমি শুনতে চাওনা বলে
তোমায় ভেবে আমি আর
চিৎকার করে কেঁদে উঠতে পারিনা।

কখনো কখনো মনে হয়
সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে
আবার সেই স্বপ্নদের ক্ষুদ্ধ মিছিলে যোগ দিবে তুমি।
যেমন বেলা শেষে ক্লান্ত পাখিও নীড়ে ফেরে।
এমনসব ভাবনা গুলো বুকে ধারন করেই
রাত্রি গভীর হয় আমার শহরে।
শুধু তুমি চাওনা বলে
আমার শহর জুড়ে সূদুর অন্ধকার,
চাঁদ আর আলো ছড়ায় না আমার ঘরে।

কবি ও লেখক : কানিজ জহুরা | নরসিংদী প্রতিদিন, ০৬ সেপ্টেম্বর শুক্রবার-২০১৯ :এই পাতার আরও সংবাদ:-

DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD