নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯:
গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) এর বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা যায়, ওই সময় হোটেলটিতে পরের দিনের জন্য খাবার তৈরির কাজ চলছিলো। এমন সময় প্রচণ্ড শব্দে সেখানে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। ফলে সেখানে আগুন লেগে যায়। সেখানে অবস্থান করা হোটেল কর্মচারী ও খদ্দের দগ্ধ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। তারা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।