নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯:
ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সজল (২৪)। পুলিশের দাবি, নিহত সজল মাদকবিক্রেতা। তার বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ থানায় ছয়টি মামলা রয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরের নিজামনগর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নিজামনগর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে মাদকবিক্রেতা সজল গুলিবিদ্ধ হন।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সজলের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ থানায় ছয়টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি ছুরি এবং ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।