মোমেন খান | নরসিংদী প্রতিদিন –
০৯ সেপ্টেম্বর সোমবার ২০১৯ :
শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে নিয়োজিত গ্রাম পুলিশদের মাঝে ৪০টি বাইসাইকেল বিতরন করেন নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
আজ (০৯ সেপ্টেম্বর) সোমবার বিকেলে শিবপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, শিবপুর উপজেলা পরিষদেরর মহিলা ভাইস চেয়াম্যান তাপশী রাবেয়া, যোশর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান রাসেল আহম্মেদ, সাধারচর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মাছিহুল গনি স্বপন, চক্রধা ইউনিয় পরিষদের ভারপাপ্ত চেয়ারম্যান বেনজির আহম্মেদ খান প্রমুখ।