1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীর চরাঞ্চলে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় তিনজন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৬১ পাঠক

তৌহিদুর রহমান। নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০১৯:
নরসিংদীর চরাঞ্চলে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নরসিংদীর চরাঞ্চল খোদাদিলা গ্রাম থেকে ও শহরের লঞ্চঘাট এলাকা তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় এজাহারনামীয় আসামি জাকিরের দেয়া তথ্য মতে ১১০টি ককটেল, ২০টি পেট্রোল বোমা ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার তাদের আদলতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা।

গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের খোদাদিলা গ্রামের রমন মিয়ার ছেলে জাকির হোসেন (৪৫), একই গ্রামের মুন্নাফ মিয়ার ছেলে শাকিল মিয়া (২৬) ও হানিফা মিয়ার ছেলে শাকিল মিয়া (২৬) ।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত মাসের শেষ সপ্তাহে পুলিশ খোদাদিলা গ্রামে বিশেষ অভিযান চালায়। ওই সময় আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৮টি বালতি থেকে ৬২টি তাজা ককটেল, ১৪০টি টেঁটা ও ৫টি রামদা উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭ জনকে আসামি করে বিস্ফোরক আইনে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গোয়েন্দা পুলিশের দুইটি বিশেষ দল খোদাদিলা গ্রামে অভিযান চালায়। এ সময় বিস্ফোরক আইনের এজহার নামীয় আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে নির্মানাধীন একটি ঘরের ভেতর লুকানো একটি ব্যাগ থেকে একটি একনলা বন্দুক ও ঘরের মেঝের মাটি খুঁড়ে ১১০টি ককটেল ও ২০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। পরে রাতেই গোয়েন্দা পুলিশের অপর আরেকটি দল নরসিংদী লঞ্চঘাট এলাকা থেকে শাকিল ও আতিক নামে একই মামলার অপর দুই আসামীকে গ্রেপ্তার করে।
নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপম কুমার সরকার বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই বিস্ফোরক আইন মামলার এজাহারনামীয় আসামি।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, গ্রেপ্তারকৃতরা পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। এরা চরাঞ্চলে টেটা যুদ্ধের নেতৃত্ব দেয়, অস্ত্র ও বোমা সরবারহ করে থাকে। অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD