সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ :
নরসিংদীর পলাশে বঙ্গবন্ধু অনুর্ধ -১৭ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে চরসিন্দুর একাদশকে ৪-০ গোলে পরাজিত করে ফাইনালে ঘোড়াশাল পৌরসভা একাদশ।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পলাশ থানা উচ্চ বিদ্যালয় মাঠে এ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন।
আরও উপস্থিত ছিলেন পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস, ঘোড়াশাল পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন, কামরুল ইসলাম, পলাশ উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ মোঃ রাজনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ফাইনাল ম্যাচে আগামী ১৫ সেপ্টেম্বর রবিবার একই মাঠে জিনারদী একাদশের মুখোমুখি হবে ঘোড়াশাল ফুটবল একাদশ।