সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন -
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ :
নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের ২ অধ্যাপক এর সফল কর্মজীবন শেষে অবসরজনিত বিদায় সংবর্ধণা শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ননী গোপাল মিত্র -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন বিদায়ী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শীতল দে ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সংকর কুমার দাসকে ক্রেস্ট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ আবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আবু ইউসুফ, চরসিন্দুর শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুল হক গাজী, সাবেক অধ্যক্ষ জহিরুল হক, পলাশ শিল্পাঞ্চল কলেজের সহকারী অধ্যাপক আবু তালেব খান, আব্দুর রশিদ, মনির হোসেন, আনিসুল হক, সকল শিক্ষক - কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ